সিনিয়র প্ল্যানারের কার্যালয়, নগর উন্নয়ন অধিদপ্তর, খুলনা আঞ্চলিক অফিস টি নগর উন্নয়ন অধিদপ্তর (ইউডিডি), ৮২. সেগুনবাগিচা, ঢাকা এর একটি আঞ্চলিক অফিস যা বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। দপ্তরটি খুলনা বিভাগের ১০ টি জেলার নির্ধারিত এলাকা (উন্নয়ন কর্তৃপক্ষের এলাকা বহির্ভূত) সমূহের মাষ্টার প্ল্যান, ডেভেলপমেন্ট প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান সহ সকল ধরনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য একটি আঞ্চলিক সরকারী দপ্তর। নগর উন্নয়ন অধিদপ্তর, খুলনা আঞ্চলিক অফিস ০৯-০৩-১৯৮৫ সালে ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানিং ফেজ-২ প্রকল্প এর আওতায় তৎকালীন নগর উন্নয়ন পরিদপ্তরের আওতায় খুলনা আঞ্চলিক অফিসের কার্যক্রম শুরু করে। ১৯৮৫ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত দপ্তরটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, খালিশপুর, খুলনা হতে এর কার্যক্রম পরিচালনা করে আসছিল। কাজের পরিধি বৃদ্ধির সাথে ২০১৮ সাল হতে তুলনামূলক বড় স্পেসে এটি এর কার্যক্রম ভাড়াকৃত ভবন হতে পরিচালনা করছে। দপ্তরটির কার্যক্রম বর্তমানে ম্যানগ্রোভ টাওয়ার-০১, প্লট নং-১১৯, মুজগুন্নী মহাসড়ক, বয়রা, খুলনা হতে পরিচালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস